স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জুন : উপভোটের আচরন বিধি বলবৎ হওয়ার সঙ্গে সঙ্গেই উপনির্বাচনের দুটি বিধানসভা কেন্দ্রেই শুরু হয় জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের অভিযান। মাইকিং করে সর্তক করে দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। মঙ্গলবার বিকাল ৪ টা পর্যন্ত ছিল রাজ্যে চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের সরব প্রচার এর শেষ দিন। সরব প্রচার শেষ হতে লাগু হয়ে গেল চারটি বিধানসভা কেন্দ্রে ১৪৪ ধারা।
এই চারটি বিধানসভা কেন্দ্রেই চলছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী টহল। মঙ্গলবার রাতে দেখা গেল পশ্চিম ত্রিপুরা জেলার দুটি বিধানসভা কেন্দ্রে জেলা এবং পুলিশ প্রশাসনের যৌথ অভিযান। পশ্চিম ত্রিপুরা জেলা শাসক দেবপ্রীয় বর্ধন এবং সহ পুলিশ সুপার জগদীশ রেড্ডি এর নেতৃত্বে জোর টহলদারিতে নামলো সিআরপিএফ, বিএসএফ, টিএসআর বাহিনীর জোয়ানরা। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানালেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক দেবপ্রিয় বর্ধন ও পুলিশ সুপার জগদীশ রেড্ডি। টহলদারি দলটি এদিন দুটি উপনির্বাচনী এলাকার বিভিন্ন প্রান্ত ঘুরে দেখেন। বেশ কয়েকটি জায়গা নিজেদের শ্যান দৃষ্টিতে নিয়ে নেন প্রশাসনের আধিকারিকরা।