স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১ জুলাই : মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির সদর কার্যালয়ে রাজ্য বিজেপি ওবিসি মোর্চার সভাপতি তথা ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ এক সাংবাদিক সম্মেলনের রাজ্য সরকারের প্রশংসা করেন। তিনি জানিয়েছেন চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক এবং কর্মচারীদের মজুরি বৃদ্ধি ও বেতন বৃদ্ধি সংক্রান্ত রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তিনি আরো জানিয়েছেন, ২০১৫ সালে তৎকালীন ভারত সরকারের শ্রম মন্ত্রী বাগিচা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে চিঠি পাঠিয়েছিলেন।
কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সেই সময়ে ত্রিপুরায় কেন্দ্রীয় সম মন্ত্রীর এই চিঠি এলেও রাজ্যের চা শ্রমিকরা সেই চিঠি সম্পর্কে অবগত হয়নি। উল্লেখ করা হয়েছিল চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের মজুরি ১৩৭ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা করার বিষয়টি। কিন্তু সে সময় রাজ্যে চাষ শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকরা মাত্র মজুরি পেতেন ৮৩ টাকা। তিনি আরো বলেন তৎকালীন বামফ্রন্ট সরকার এবং এর আগে কংগ্রেস সরকার চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের শুধুমাত্র বঞ্চিত করে গেছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত গত সাত বছরে চা শ্রমিকদের আর্থসামাজিক অবস্থার মান উন্নয়নের কথা মাথায় রেখে ৯৪ শতাংশ মজুরি বৃদ্ধি করা হয়েছে। এদিনকার এই সম্মেলনে ছিলেন চা উন্নয়ন নিগমের প্রাক্তন চেয়ারম্যান সন্তোষ সাহা।