স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১ জুলাই :মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের অধীনে দ্বিতীয় ব্যাচের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ফ্ল্যাগ-অফ করা হয় মঙ্গলবার। এইদিন রাজধানীর ইন্দ্রনগরস্থিত মহিলা আইটিআই-এর কনফারেন্স হলে দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণের ফ্ল্যাগ-অফ করেন মন্ত্রী সান্তনা চাকমা।
উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের অতিরিক্ত অধিকর্তা সুভাষ চন্দ্র দাস সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে মন্ত্রী সান্তনা চাকমা জানান মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে রাজ্যের ছেলে মেয়েদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করে তোলার প্রয়াস চলছে। তারই অঙ্গ হিসাবে রাজ্যের কিছু ছেলে মেয়েকে ত্রিপুরা রাজ্যের বাইরে প্রশিক্ষণের জন্য পাঠানো হবে। তারই ফ্ল্যাগ-অফ প্রোগ্রাম করা হয়েছে এইদিন।