স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩০ জুন : সরকারি নেশা মুক্তি কেন্দ্রের রড সিমেন্ট পাথর চুরির ঘটনায় গ্রেপ্তার দুই পান্ডা। প্রায় তিন মাস পর তাদেরকে জালে তুলতে সক্ষম হয় বিশ্রামগঞ্জ থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ সোমবার দুপুরে বিশ্রামগঞ্জ রেল স্টেশন থেকে তাদেরকে আটক গ্রেপ্তার করে। ধৃতরা হল পঙ্কজ দাস ও তাপস দাস। তাদের বাড়ি মেলাঘরের পাল পাড়া এলাকায়। সিপাহীজলা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের পিছনে সরকারি নেশা মুক্তি কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়।
এই কাজের বরাত পান ঠিকেদার স্বপন চন্দ্র দে। তিনি নির্মাণ কাজ দেখা শুনার জন্য সুপারভাইজার হিসেবে নিয়োগ করেছিলেন পঙ্কজ দাসকে। পঙ্কজ দাস নির্মাণ কাজের ১০ টন লোহার রড, ২৫০ বস্তা সিমেন্ট এবং ৬০০ ফুট পাথর চুরি করে বাড়িতে নিয়ে যায়। আর এই চুরির মাল দিয়ে সে নিজ বাড়িতে ঘর নির্মাণের কাজ শুরু করে। এতে সন্দেহ হয় ঠিকাদার ও পুলিশের। পুলিশ হানা দেয় পঙ্কজ দাসের বাড়িতে। এতে উদ্ধার হয় চুরি যাওয়া লোহার রড সহ পাথর। ঠিকেদার স্বপন চন্দ্র দে বিশ্রামগঞ্জ থানায় মামলা করেছিলেন তিন মাস পূর্বে। থানায় মামলা দায়ের হওয়ার পর থেকে পঙ্কজ দাস এবং তাপস দাস পালিয়ে বেড়াচ্ছিল। তার পাশাপাশি তারা আদালতে আগাম জামিনের জন্য আবেদন করে। কিন্তু নিম্ন আদালত তাদের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। তারপর তারা উচ্চ আদালতের দ্বারস্থ হয়। উচ্চ আদালতও তাদের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। তারপর তারা বহিঃরাজ্যে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক এইদিন তারা বিশ্রামগঞ্জ রেল স্টেশনে যায়। গোপন সংবাদ পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ তাদেরকে বিশ্রামগঞ্জ রেল স্টেশন থেকে গ্রেপ্তার করে।