Tuesday, July 15, 2025
বাড়িরাজ্যসংশোধনাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু , মৃতদেহ বহন করছে না পরিবার

সংশোধনাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু , মৃতদেহ বহন করছে না পরিবার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ জুন :কেন্দ্রীয় সংশোধনাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়। ঘটনা রবিবার দুপুরে। মৃত কয়েদির নাম কৈলাশ রায়। বয়স ৬০ বছর। বাড়ি রাজধানী আগরতলায় খেজুর বাগান এলাকায়‌। কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বিশালগড় মহকুমা হাসপতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মৃত্যু হয়। জানা যায়, বেশ কিছুদিন পূর্বে মারামারি ঘটনায় কৈলাস রায়কে কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠায় আদালত।

পরিবারের দাবি, কৈলাশ রায়কে যেভাবে কেন্দ্রীয় সংশোধনাগারে নেওয়া হয়েছিল, সেইভাবেই তাদের হাতে তুলে দিতে হবে। অন্যথায় তারা মৃতদেহ গ্রহণ করবেন না। পরিবারের গুরুতর অভিযোগ কেন্দ্রীয় সংশোধনাগারে তার ওপর অত্যাচার করা হয়েছে। যার ফলে তার মৃত্যু হয়। দীর্ঘক্ষণ বিশালগড় মহকুমা হাসপাতালে পরিবারের অপেক্ষায় থেকে অবশেষে মৃতদেহ আগতলা জিবিপি হাসপাতালে মর্গে নিয়ে যায় বিশালগড় থানার পুলিশ।

পুলিশ জানায়, মৃত কয়েদির পরিবারকে বিশালগড় হাসপাতালে আসার জন্য ডাকা হয়েছিল। কিন্তু পরিবারের পক্ষ থেকে কেউ আসেনি। তাই মৃতদেহটি জিবি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের দাবি জীবিত অবস্থায় সংশোধনাগারে আনা হয়েছিল কৈলাস রায়কে, আবার জীবিত অবস্থায় তাদের হাতে তুলে দিতে হবে। এমনটাই জানিয়েছেন পরিবারের পক্ষ থেকে বলে জানান দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য