Wednesday, July 16, 2025
বাড়িরাজ্যএনাফ ইজ এনাফ, এর পরিনতি ভালো হবে না, এর জবাব দিতে হবে...

এনাফ ইজ এনাফ, এর পরিনতি ভালো হবে না, এর জবাব দিতে হবে – জিতেন্দ্র চৌধুরী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৬ জুন : পুলিশকে পুতুল নাচ নাচিয়ে শাসক দল আইন হাতে তুলে নিচ্ছে। এর ফল ভালো হবে না। এক সাক্ষাৎকারে একাধিক ইস্যু টেনে সরকার এবং পুলিশকে সতর্ক করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা পলিটব্যুরোর সদস্য জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, সম্প্রীতি দেখা যাচ্ছে কেউ যদি শাসক দলের বিরুদ্ধে যদি কেউ সমালোচনা করে বা কোন অভিযোগ উত্থাপন করে তাহলে বাহুবলীদের দিয়ে মুখ বন্ধ করে দেওয়ার জন্য সরাসরি সেই ব্যক্তি বা তার সংগঠনের উপর দৈহিক আক্রমণ বা সম্পত্তি ক্ষতি করা মত নানা ভাবে কোণঠাসা করার চেষ্টা করে। এটা যেন এখন ত্রিপুরা রাজ্যের সংস্কৃতি হয়ে গেছে।

অথচ একই ধরনের আচরণ শাসক দলের সর্বোচ্চ নেতৃত্বের তরফ থেকে অহরহ বলছেন। যেমন শাসক দলের নেতৃত্ব কিছু রাজনৈতিক দলের নাম করে বলছে তাদের ৭৬ শতাংশই পাগল, রোগ জীবাণু বয়ে নিয়ে বেড়াচ্ছে, তাদের দেশ ছাড়া করা হবে এবং অমুক নদীতে, তমুক সাগরে নিক্ষেপ করা হবে। তাদের অতীতে বহু শিক্ষা দেওয়া হয়েছে। আবারো তাদেরকে শিক্ষা দেওয়া হবে। হজম করে ফেলা হবে, ধুলিস্যাৎ ও নিশ্চিহ্ন করে দেওয়া হবে – এগুলি যখন শাসক দলের নেতৃত্ব বলেন তখন বিরোধীদল রাজনৈতিকভাবে তার জবাব দেয়।

 এটাই ত্রিপুরা রাজ্য এবং ভারতবর্ষের রাজনৈতিক পরম্পরা। কিন্তু বর্তমান শাসকগোষ্ঠী বিজেপি এবং তিপরা মথার বিরুদ্ধে কোন কিছুই বলা যাবে না। কিন্তু বিরোধী দল প্রমাণ এবং যুক্তি দিয়ে কথাগুলি বলছেন। গত মঙ্গলবার আমবাসা টাউন হলে মধ্যপ্রদেশের বিজেপি নেতার প্রস্রাবের ঘটনা তুলে ধরেছেন বলে কি সুদীপ রায় বর্মনের অপরাধ হয়েছে? যদি অপরাধ হয়ে থাকে তাহলে পাল্টা সাংবাদিক সম্মেলন বা সভা করে এর ব্যাখ্যা ও জবাব দেওয়া দরকার শাসকদলের নেতৃত্বের। এমনটাই বললেন বিরোধী দলনেতা। তিনি আর বলেন, দ্বিতীয় উদ্বেগ জনক বিষয় হলো, পুলিশের সামনে শাসক দল আইন হাতে তুলে নিচ্ছে। গত ১৭ জুন বিশালগড়ে সিপিআইএমের দলীয় কার্যালয়ে আক্রমণ করেছে পুলিশের সামনেই, ২১ জুন উদয়পুরের দাতারাম বাজারে কংগ্রেসের সভায় শাসক দলের আক্রমণ করেছে পুলিশের সামনে, ২৪ জুন টাকারজলা কমিউনিটি হলে সিপিআইএমের বৈঠক বানচাল করার জন্য আসে কিছু যুবক, এটাও পুলিশের সামনে হয়েছে এবং ২৫ জুন সুদীপ রায় বর্মনের সরকারি বাসভবনে আক্রমণ চালানোর ঘটনাটি পুলিশের সামনে ঘটেছে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি তামাশা দেখেছে ? এটা কোন গণতন্ত্র? কোন আইনের শাসন? এগুলি দুর্ভাগ্যজনক বলে দাবি করেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা পুলিশ আধিকারিকদের উদ্দেশ্যে বলেন, এনাফ ইজ এনাফ। এর পরিনতি ভালো হবে না। এর জবাব দিতে হবে। কারণ সিপিআইএম সহ বিরোধী রাজনৈতিক দলগুলি পুলিশের পক্ষপাতিত্ব চায় না। বিচার এবং অধিকার চায় বিরোধী রাজনীতির দলগুলো। কিন্তু তারপরও যদি পুলিশের জন্য বারবার হুচুট খেতে হয় তাহলে এর ফল সকলকে ভুগতে হবে বলে জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য