Saturday, July 26, 2025
বাড়িরাজ্যকৈলাসহরে বিমানবন্দর পুনজ্জীবিত করার বিষয়টি গুরুত্ব পেল কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বৈঠকে

কৈলাসহরে বিমানবন্দর পুনজ্জীবিত করার বিষয়টি গুরুত্ব পেল কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বৈঠকে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৫ জুন : বুধবার কৈলাসহরের সার্কিট হাউজের কনফারেন্স হলে পূর্বোত্তর সম্পর্ক সেতু শীর্ষক ঊনকোটি জেলা ভিত্তিক উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী রক্সা নিখিল খাড়সে। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, সাংসদ কৃতী দেববর্মন, ক্রীড়া দপ্তরের অধিকর্তা এস বি নাথ, ঊনকোটি জেলার জেলাশাসক ডক্টর তমাল মজুমদার সহ অন্যান্য আধিকারিকরা।

 বৈঠকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ঊনকোটি জেলায় কেন্দ্রীয় প্রকল্পগুলি কিভাবে কার্যকরী হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। বৈঠকে উনকোটি জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের তথ্য ও পরিসংখ্যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে তুলে ধরেন মন্ত্রী টিংকু রায়। বৈঠক শেষে কেন্দ্রীয় যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী রক্সা নিখিল খাড়সে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ অনুসারে প্রতি মাসেই দেশের বিভিন্ন জেলায় এই ধরনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে ঊনকোটি জেলায় চলমান কেন্দ্রীয় প্রকল্পগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তিনি। এদিন কৈলাসহরে বিমান পরিষেবা চালুর প্রসঙ্গে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী জানান, কৈলাসহরের বিমানবন্দর অনেক পুরনো। এখানে বিমান পরিষেবা চালু নিয়ে একটি রিপোর্ট কেন্দ্রীয় সরকারের নিকট পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রীর সাথে কথা বলবেন বলে জানান। তিনি আরো জানান কৈলাসহরে বিমান পরিষেবা চালু হলে যোগাযোগ ব্যবস্থা আরো মসৃণ হবে। পর্যটনেও বিকাশ ঘটবে। উল্লেখ্য, কৈলাসহরে বিমানবন্দর চালু করার দাবি দীর্ঘদিনের। বর্তমান সরকারের আমলে এই দাবি কতটা বাস্তবায়ন হয় সেদিকে চেয়ে আছে গোটা জেলাবাসী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!