স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ জুন : ২০২৫-২৬ অর্থবছরে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের চলমান প্রকল্প গুলো বাস্তবায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় সোমবার। অরুন্ধতী নগর স্থিত কৃষি গবেষণা কেন্দ্রে এই পর্যালোচনা মূলক বৈঠকে পৌরহিত্য করেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। পর্যালোচনামূলক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে কৃষি মন্ত্রী রতন লাল নাথ বলেন, ৪৭ হাজার ৫০১ টা লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
হাইব্রিড ধানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ২৫ হাজার। ১৫০০ পাওয়ার টিলার দেওয়া হচ্ছে। অয়েল পাম্পের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ৭০০১। প্রথমবারের মতো পান চাষে ছাড় দেওয়া হচ্ছে পান চাষীদের। এছাড়া ফুল ফল সহ নানা ধরনের ফসলের জন্য ও ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। মন্ত্রী রতন লাল নাথ ছাড়াও উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায়, কৃষি দপ্তরের অধিকর্তা ফণীভূষণ জমাতিয়া, উদ্যান দপ্তরের অধিকর্তা দীপক দাস সহ আরো অনেকেই।