স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ জুন : বাংলাদেশে পাচার কালে বার্মিজ সিগারেট সহ বিশালগড় থানার পুলিশের হাতে আটক একটি ডিআই গাড়ি। বিশালগড়ের মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত জানান ওনার কাছে গোপন সংবাদ ছিল একটি ডিআই গাড়িতে করে বার্মিজ সিগারেট বাংলাদেশে পাচার করার জন্য নিয়ে যাচ্ছে। সেই সংবাদের উপর ভিত্তি করে বিশালগড় থানার পুলিশ নাকা চেকিং পয়েন্টে ডিআই গাড়িটিকে দাড় করানোর জন্য সিগন্যাল দেয়। কিন্তু গাড়িটি সিগন্যাল অমান্য করে পালিয়ে যায়।
পরবর্তী সময় তিনি নিজে হরিশনগর চা বাগান সংলগ্ন এলাকায় গাড়িটিকে দাড় করানোর জন্য সিগন্যাল দেন। কিন্তু ডিআই গাড়িটি সিগন্যাল অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন তিনি গাড়িটির পিছু ধাওয়া করেন। ডিআই গাড়িটি পালিয়ে যাওয়ার সময় একটি অটো ও একটি গাড়িকে ধাক্কা মারে। পরবর্তী সময় ওনার গাড়ি ডিআই গাড়িটির সামনে নিয়ে দাড় করানো হয়। তখন ডিআই গাড়িটি ওনার গাড়ির সামনে ধাক্কা মারে। তবে গাড়িটিকে আটক করা সম্ভব হয়েছে। গাড়ি থেকে উদ্ধার হয়েছে ৬ কার্টুন বার্মিজ সিগারেট। আটক করা হয়েছে গাড়িতে থাকা এক জনকে।