স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুন : উপভোটে নতুন নিয়ম চালুর দিন তীব্র অসন্তোষ বিরোধী রাজনৈতিক দলের এজেন্টদের। যারা আশির উর্ধ্ব রয়েছেন বা দিব্যাঙ্গন তারা যাতে ঘরে বসেই ভোট দিতে পারেন, সেই সুযোগ চালু করেছে নির্বাচন কমিশন।শুক্রবার থেকে ভোট কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটাধিকার সংগ্রহ করছেন।
কিন্তু সাথে করে কোন রাজনৈতিক দলের এজেন্টদের নিয়ে যেতে গাড়ির ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ। বিরোধীদল সিপিআইএমের এক এজেন্ট জানান, প্রবীনদের বাড়িতে ভোট সংগ্রহ করতে যখন ভোট কর্মীরা যাচ্ছেন তখন রাজনৈতিক এজেন্ট দের তাদের সাথে যাওয়ার জন্য কোনরকম গাড়ির ব্যবস্থা করা হয়নি। ফলে এক প্রকার সমস্যা সৃষ্টি হয়েছে। পরবর্তী সময় সেক্টর অফিসারের সাথে কথা বলতে ফোন করেছেন। কিন্তু তিনি ফোন তুলে নি বলে তাদের অভিযোগ। ফলে বহু এজেন্ট উমাকান্ত স্কুলে এদিন ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকেন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ থাকায় আরো বেশি বিপাকে পড়েছেন তারা।