স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ জুন : শনিবার ত্রিপুরা পর্যটন ফোরামের নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পাশাপাশি রাজধানীর আইজিএম হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এইদিন ত্রিপুরা পর্যটন ফোরামের নতুন অফিস ও রক্তদান শিবিরের উদ্বোধন করেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পর্যটন দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদল নেগি, ত্রিপুরা পর্যটন ফোরামের সভাপতি পরীক্ষিত দে সহ অন্যান্যরা।
এইদিনের উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন স্বামীজি বলেছিলেন মানুষের সেবা করা মানে ভগবানের সেবা করা। সেই বিশ্বাসকে পাথেয় করে মানুষ রক্তদানের মতো মহৎ কাজে সামিল হচ্ছে। বিজ্ঞানিরা অনেক চেষ্টা করেছে। কিন্তু রক্তের বিকল্প কোন কিছু আবিস্কার করতে পারে নি। তাই দানের মাধ্যমে রক্তের যোগান দিতে হবে। মন্ত্রী সুশান্ত চৌধুরী যুব সমাজকে রক্তদান শিবিরে এগিয়ে আসার আহ্বান জানান। একটা সময় রক্তদানে অনেকে ভয় পেতো। কোন সুস্থ ব্যক্তি রক্তদান না করলেও প্রতি তিন মাস পর পর শরীরের রক্ত নষ্ট হয়ে যায়। তাই রক্তদান করলে কোন ক্ষতি নেই।