স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ জুন : ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা রিক্সা শ্রমিক সংঘ সাত দফা দাবিতে গত পাঁচ জুন ডেপুটেশন প্রদান করেছিল মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। এখন পর্যন্ত মুখ্যমন্ত্রী কাছ থেকে বৈঠকের জন্য ডাকা হয় নি সংগঠনের প্রতিনিধি দলকে। ১৫ দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর শনিবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডঃ বিশাল কুমারের দ্বারস্থ হন ত্রিপুরা রিক্সা শ্রমিক সংঘ ত্রিপুরা প্রদেশের একটি প্রতিনিধি দল।
তারা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করে দাবি করেন, প্রশাসনের পক্ষ থেকে রিক্সা চালকদের জন্য যে পাঁচটি রাস্তা আগরতলা শহরের মধ্যে বন্ধ করে রাখা হয়েছে, সেই রাস্তাগুলি খুলে দেওয়ার জন্য। পাশাপাশি অন্যতম দাবি হলো তাদের বিদ্যুৎ বিল মুকুব করার জন্য, তৃতীয়ত তাদের ছেলেমেয়েদের স্টাইপেন্ড যাতে সঠিকভাবে প্রদান করা হয়। অন্যতম গুরুত্বপূর্ণ দাবিটি হল গত কয়েক বছর আগে আড়াই হাজার লাইসেন্সের জন্য আবেদন গ্রহণ করেছিল সংশ্লিষ্ট দপ্তর। সেই লাইসেন্স গুলি এখনো প্রদান করা হয়নি। লাইসেন্স গুলি দ্রুত প্রদান করার দাবি জানানো হচ্ছে। কারণ রিকশা শ্রমিকরা অর্থের ব্যয় করে সেই লাইসেন্সের জন্য আবেদন করেছিল বলে জানান সংগঠনের সভাপতি হিরন মিয়া।

