Tuesday, July 15, 2025
বাড়িরাজ্যহত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে অগ্নিকান্ড ইটভাট্টায়

হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে অগ্নিকান্ড ইটভাট্টায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ জুন : কমলপুরের ছোটসুরমা পঞ্চায়েতের বারোদুন গ্রামের আশিস দাস হত্যা কান্ডের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে এলাকায়। উত্তেজিত জনতা শনিবার সাতসকালে আর.কে আই ইট ভাট্টার ৫ টি গাড়ি সহ একটি পরিত্যাক্ত বাঁশের ঘরে আগুন ধরিয়ে দেয়। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনার সূত্রপাত, ১৬ জুন ছোটসুরমা পঞ্চায়েতের বারোদুন গ্রামের বাসিন্দা আশিস দাস হত্যা কান্ডের ঘটনার পর থেকে উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকা জুড়ে।

 শনিবার সাতসকালে ক্ষুব্ধ জনতা মৃত আশিস দাসের বাড়ির পাশে থাকা আর.কে আই ইট ভাট্টার ৫ টি গাড়ি সহ একটি বাঁশের পরিত্যক্ত ঘর আগুন ধরিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর কর্মীরা। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বে ৩ টি টিপার, ১ টি জেসিবি, ও ১ টি মালবাহী বুলেরো গাড়ি আগুনে পুড়ে যায়। পরবর্তী সময় দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বাহিনীর এক কর্মী জানান ওনারা খবর পান আর.কে আই ইট ভাট্টায় গাড়ির মধ্যে আগুন লেগেছে। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রাথমিক ভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু আর.কে আই ইট ভাট্টায় জলের কোন ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সমস্যা হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয় ক্ষতির পরিমাণ ৮০ থেকে ৯০ লক্ষ টাকা হবে বলে জানান তিনি। তবে কি ভাবে কারা আর.কে আই ইট ভাট্টায় একাধিক গাড়িতে অগ্নিসংযোগ করেছে, এই বিষয়ে গ্রামের মানুষ মুখ খুলতে নারাজ। চাপা উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকা জুড়ে। বর্তমানে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য