স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ জুন : চোর ধরতে গিয়ে উল্টো আহত হয়ে ফিরলো যাত্রাপুর থানার পুলিশ। ঘটনায় দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অভিযুক্তদের গাড়ি এবং মোবাইল এখন পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, এডিসি ভিলেজের লেদ্রা বাড়ি গ্রামে নিশি কুটুম্বের দল গরু চুরি করতে যায়। স্থানীয় মানুষ গাড়িটি দেখে চিৎকার শুরু করে। খবর পায় পুলিশ। এই সময় বাঁশপুকুর বাণিজ্যিক এলাকায় সাব-ইন্সপেক্টর রুমি আক্তারের নেতৃত্বে একটি বিশেষ টহলদারি টিম দ্রুত ছুটে যেতেই চোরের গাড়িটি কাঠালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার সড়ক ধরে খাদ্যাখালা গ্রামের দিকে যেতে থাকে। পুলিশের গাড়িও পেছনে পেছনে ধাওয়া করে।
কিছুদূর যাওয়ার পরে ওই গাড়িটি পাল্টি খেয়ে আবার দক্ষিণ দিকে আসতেই পুলিশের গাড়িটির সাথে প্রচন্ড ভাবে সংঘর্ষ হয়। উভয় গাড়িই নষ্ট হয়। তবু ভগ্ন দশা গাড়িটি নিয়ে ফের থলি বাড়ি ভিলেজের সড়ক ধরে এগুতে থাকে। পেছনে পেছনে পুলিশের গাড়িও ধাওয়া করে। কিন্তু থলি বাড়ি স্কুলের কাছে যেতেই পুলিশের আরেকটি গাড়ি সম্মুখে আসতেই নিশি কুটুম্বের দল তাদের গাড়ি ফেলে জঙ্গলে পালিয়ে যায়। তারপর ধ্বজভঙ্গ গাড়িটি থানায় নিয়ে আসা হয়। গাড়িতে পাওয়া যায় একটি মোবাইল।
তবে শুক্রবার সকাল বেলায় জঙ্গলে অভিযান চালাতে গেলে একজনকে আটক করা হয়। তার নাম জুয়েল হোসেন, বয়স ২৭ বছর। বাড়ি মেলাঘর থানার অন্তর্গত কলম ক্ষেত। আটকৃত গাড়িটির নাম্বার TR O2 k O 384 ।
যাত্রাপুর থানার ওসি জানিয়েছেন, অভিযুক্তকে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।