স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ জুন : শুক্রবার খোয়াই পুরান বাজারে এক যাত্রীবাহী অটো থেকে উদ্ধার হল নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট। পুলিশ এক জনকে গ্রেপ্তার করেছে। ধৃত অটো চালকের নাম রোপন দেব। জানা গেছে, শুক্রবার খোয়াই থানার পুলিশ ভেইক্যাল চেকিংয়ে বসে পুরান বাজার এলাকায়।
পুলিশ পুরান বাজার অটো স্টেন্ড সংলগ্ন এলাকায় টি আর-০৬- ৩৪২২ নম্বরের যাত্রীবাহী অটো আটক করে তল্লাশি চালিয়ে পুলিশ অটো থেকে দুই প্যাকেটে ২৪৭ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গাড়ির চালক রূপন দেবকে এন ডি পি এস আইনে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ প্রাথমিক ভাবে জানতে পারে ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া চেষ্টা করেছিল গাড়ি চালক।

