স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ জুন : দীর্ঘদিন পর কুখ্যাত মানব পাচারকারীকে জালে তুলতে সক্ষম হলো জিআরপি পুলিশ। অভিযুক্ত মানব পাচারকারীর নাম শরীফ মিয়া। তার বাড়ি কলমচৌড়া দুধপুকুর সংলগ্ন এলাকায়। সে দীর্ঘদিন ধরে মানব পাচারে জড়িত। পুলিশের কাছে আগে থেকে তার বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ ছিল। সেই অভিযোগের নিরিখে পুলিশ তাকে শুক্রবার ভোরবেলা আটক করেছে।
জিআরপি পুলিশ এদিন কলমচৌড়া থানার পুলিশের সহযোগিতা এবং বিএসএফের সহযোগিতা নিয়ে আটক করেছে অভিযুক্তকে। বৃহস্পতিবার তাকে আদালতে তুলে পুলিশ রিমান্ডে আনার দাবী করেছে জিআরপি পুলিশ। পুলিশের ধারণা তার সাথে আরো অনেকে জড়িত রয়েছে। সিপাহীজলা জেলার অন্যতম কুখ্যাত মানব পাচারকারী সে। তার অধীনে থাকা যারা রয়েছে তারা বর্তমানে পলাতক। তবে পুলিশ তার কাছ থেকে সমস্ত তথ্য সংগ্রহ করে বাকিদের জালে তুলতে সমস্ত রকম চেষ্টা করবে বলে জানা যায় এদিন জিআরপি -র ওসির কাছ থেকে।