Tuesday, July 15, 2025
বাড়িরাজ্যঅসংগঠিত শ্রমিকদের বঞ্চনার প্রতিবাদে গণডেপুটেশন দিল অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস

অসংগঠিত শ্রমিকদের বঞ্চনার প্রতিবাদে গণডেপুটেশন দিল অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ জুন : এম জি এন অসংগঠিত শ্রমিকদের বঞ্চনার প্রতিবাদে গণডেপুটেশন দিল অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবন থেকে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করে দলের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। এদিন বিক্ষোভ মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সচিবালয়ের গ্রাম উন্নয়ন দপ্তরে গিয়ে ডেপুটেশন প্রদান করেন। অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের চেয়ারম্যান শান্তনু পাল জানান, বর্তমান সরকার যেসব প্রতিশ্রুতি দিয়ে সরকারে প্রতিষ্ঠিত হয়েছিল তার কোনটাই পালন করছে না গত সাত বছরে। এর মধ্যে সবচেয়ে বড় বঞ্চনার শিকার রেগা ও টুয়েপের শ্রমিকরা। শ্রমিকরা সমানভাবে মজুরি পাচ্ছে না।

তাই দপ্তরের অধিকর্তার কাছে গিয়ে দাবি জানানো হবে শ্রমিকদের বছরে ২০০ দিনের কাজ দিতে হবে, শ্রমিকদের মজুরি ৫০০ টাকা করতে হবে, তালিকাভুক্ত সমস্ত শ্রমিকদের মজুরি সমানভাবে দিতে হবে। পাশাপাশি আরও দাবি জানানো হবে কাঠমানি যেন বন্ধ করা হয়। একই সাথে দাবি জানানো হবে সীমান্তের কাঁটাতারের ওপারে যারা ভারতীয় রয়েছে তাদের মধ্যে যারা রেগা শ্রমিকের যোগ্য তাদের আওতায় আনতে হবে। পাশাপাশি অন্যতম বিশেষ দাবি হলো বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যে শ্রমিকদের নামের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাদের পুনরায় অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়াও দাবি রয়েছে কাজের সাত দিনের মধ্যে তাদের মজুরি ব্যাংক একাউন্টে দিতে হবে। অন্যতম দাবি হিসেবে তুলে ধরা হয়, যারা ডিডিটি শ্রমিক রয়েছেন তাদের নিয়মিত করতে হবে। কারণ দেশের মধ্যে সমস্ত রাজ্যে তাদের নিয়মিত করন করা হয়েছে। একমাত্র ত্রিপুরা রাজ্যে তাদের অনিয়মিতভাবে চাকরিতে রয়েছে। মাত্র ২১৬ টাকা মজুরি দেওয়া হয় তাদের। তাদের মজুরিও বৃদ্ধি করা সহ নিয়মিত করণের দাবিতে ডেপুটেশন বলেন দাবি করেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য