স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ জুন : টিওডি ট্যারিফ যুক্ত স্মার্ট মিটার লাগানো বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করতে রাজধানীর বটতলা এলাকায় গণ সাক্ষর সংগ্রহ অভিযান সংগঠিত করে ত্রিপুরা বিদ্যুৎ গ্রাহক সমিতি। তাদের দাবি হলো, বিদ্যুৎ শিল্পের বেসরকারিকরণ বন্ধ করতে হবে, বিদ্যুৎ সংশোধনী বিল প্রত্যাহার করতে হবে, টিও ডি ট্যারিফ যুক্ত স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে হবে, কারণ এর দ্বারা গ্রাহকদের মিটার হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকে।
তাই সকলকে এগিয়ে এসে স্মার্ট মিটারের বিরোধিতা করা প্রয়োজন। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো গ্রাহকদের ঘুমে রেখে এই মিটার দ্বারা ইউনিট বাড়বে কমবে। এছাড়াও বর্তমানে বিদ্যুৎ পরিষেবা বেসরকারিকরণের দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। এই বেসরকারিকরন থেকে বিরত থাকার জন্য সরকারের কাছে দাবি থাকবে। পাশাপাশি গৃহস্থের মাসে ২০০ ইউনিট পর্যন্ত ও কৃষিতে বিনামূল্যে বিদ্যুৎ দিতে হবে, মিনিমাম চার্জ, ফিক্সড চার্জ, পাওয়ার পারচেজ অ্যাডজাস্টমেন্ট চার্জ, পেনসন চার্জ, ডিউটি চার্জ, সার্ভিস চার্জ ইত্যাদি নানান প্রকার চার্জ নেওয়া বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনায় অফ গ্রীড সোলার প্ল্যান্ট স্থাপনে ৬০ শতাংশ ভর্তুকি প্রদান করা। এই দাবিতে গণ স্বাক্ষর সংগ্রহ করে কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রীর নিকট ডেপুটেশন প্রদান করা হবে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু মারফত এই ডেপুটেশন দেওয়া হবে বলে জানান সংগঠনের আহ্বায়ক সঞ্জয় চৌধুরী।