স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৭ জুন: মঙ্গলবার বনকর নদীর উত্তর পাড়ে গাড়ি মেরামতের দোকানে প্রবেশ করে চুরি করে পালানোর সময় চোরকে হাতেনাতে ধরে ফেলে দোকানের মালিক সহ স্থানীয় লোকজন। চুরি করে অটো দিয়ে পালিয়ে যাওয়ার সময় অটোকে দাঁড় করিয়ে গ্যারেজ টিলা থেকে আটক করে চোরকে। তারপর অভিযুক্ত চোরকে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে রেখে বিলোনিয়া থানায় খবর দেওয়া হয়।
খবর পেয়ে ছুটে যায় পুলিশ। সেখান থেকে চোরকে আটক করে নিয়ে আসে। চোরের নাম অভিজিৎ নন্দি। বাড়ি বিলোনিয়া থানাধীন পূর্ব কলাবাড়িয়া গ্ৰাম পঞ্চায়েতের মাইছড়া এলাকায়।তার বিরুদ্ধে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ এদিন দোকানে একটি ব্যাগে রাখা ছিল ড্রিলার মেশিন সহ অন্যান্য সামগ্ৰী। অভিযুক্ত চোর সকলের অলক্ষ্যে ব্যাগ নিয়ে অটো করে পালিয়ে যাওয়ার সময় দোকানের কর্মচারীর সন্দেহ হয়। আর তখনই তাকে আটক করে। খবর পেয়ে ছুটে আসে অভিজিৎ -এর মা, বাবা। ছেলের এই অবস্থা শুনে কান্নায় ভেঙ্গে পড়েন। আশ্চর্যের বিষয় হলো শুধুমাএ নেশার জন্য চুরি করতে এসেছিল সে। প্রতিনিয়ত ড্রাগস সেবন করে বলে অভিযোগ।