Tuesday, July 15, 2025
বাড়িরাজ্যরাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ

রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৭ জুন: কদমতলা থেকে ধর্মনগর যাওয়ার মূল সড়কের উপর পথ অবরোধ ইচাই জয়পুর এলাকাবাসীর। জানা গেছে মঙ্গলবার সকাল আটটা পথ অবরোধে বসেন প্রত্যেকরায় গ্রাম পঞ্চায়েত ইচাই জয়পুর এলাকার মানুষ। তাদের অভিযোগ ধর্মনগর-কদমতলা রাস্তাটি বেহাল দশা দীর্ঘ ৪০ বছর যাবৎ। আগে অনেকবার পথ অবরোধে সামিল হয়েছিলেন এলাকাবাসীরা।

 তারপর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল রাস্তাটি সংস্কার করে দেওয়া হবে। তখন মুখে প্রতিশ্রুতি দিয়ে রাস্তা অবরোধ মুক্ত করা হলেও বাস্তবে রাস্তাটি সংস্কার করা হয়নি। তাই বাধ্য হয়ে এলাকাবাসীরা পথ অবরোধে শামিল হয়েছেন। তারপর খবর পেয়ে দুপুরের নাগাদ অবরোধস্থলে ছুটে আসেন আর ডি দপ্তরের এসডিও। তিনি আশ্বাস দেন কয়েক ঘণ্টার মধ্যে কাজ শুরু হবে। তারপর অবরোধ প্রত্যাহার করে নেয় গ্রামবাসী। এমনটাই জানান ঘটনাস্থলে ছুটে আসা পুলিশ প্রশাসন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য