Monday, February 10, 2025
বাড়িরাজ্যকর্মবিরতি করে বিক্ষোভে সামিল ইনটার্ন চিকিৎসকেরা

কর্মবিরতি করে বিক্ষোভে সামিল ইনটার্ন চিকিৎসকেরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জুন : সম্মানিক ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভে সামিল হল সোমবার ত্রিপুরা মেডিক্যাল কলেজের ইনটার্ন চিকিৎসকেরা। তারা ত্রিপুরা মেডিকেল কলেজের সামনে এদিন বিক্ষোভ কর্মসূচী সংঘটিত করে। এদিন রোগীদের পরিষেবা না দিয়ে সকাল থেকে কর্ম বিরতি করেন। বিক্ষোভকারী ইন্টার্নদের বিগত ৪ বছর যাবত সম্মানিক  ভাতা বৃদ্ধি করা হচ্ছে না।

তার উপর অতিরিক্ত পরিশ্রম করেও যে ভাতা পাচ্ছেন তা খুবই নগণ্য। ১৪ হাজার ৫০০ টাকা দেওয়া হলেও , তার থেকে ২ হাজার টাকা কেটে রাখা হচ্ছে হোস্টেলের জন্য। ১২ হাজার ৫০০ টাকা করে পাচ্ছেন তারা। এদিকে তাদের মধুপুর সহ আশপাশের হাসপাতাল গুলিতে যেতে হয় পরিষেবা দিতে। সেখান থেকে আসা – যাওয়া করতে প্রচুর টাকা খরচ হয় বলে অভিযোগ তাদের। তাই সম্মানিক ভাতা বৃদ্ধির দাবিতে  কর্ম বিরতীর ডাক দেওয়া হয়েছে বলে জানান ত্রিপুরা মেডিক্যাল কলেজের ইনটার্ন চিকিৎসকেরা। আগে বহু বার কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। কিন্তু কলেজ কর্তৃপক্ষ টাকা নেই বলে বিষয়টি এড়িয়ে যায়। ইনটার্ন চিকিৎসকদের অধিকার থেকে বঞ্চিত রাখা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। একটি কলেজে ইনটার্ন  চিকিৎসকেরা পাচ্ছে ২১ হাজার টাকা। অথচ অন্য কলেজে ইনটার্ন চিকিৎসকেরা পাচ্ছে ১৪ হাজার। এই দ্বিচারিতা বন্ধ করার দাবি জানান তারা। এদিনের কর্মবিরতী চলার দরুন হাসপাতালের পরিষেবা ব্যহত হয়। অনির্দিষ্ট কালের জন্য  কর্মবিরতির ঘোষণা করে আন্দোলনে  সামিল হয় ইনটার্ন চিকিৎসকেরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য