স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ জুন: পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার আগরতলা প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য স্তরের ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযানের সূচনা হয়। জনজাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলা প্রজ্ঞা ভবনে। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি বক্তব্য রেখে বলেন, এটি জনজাতি অধ্যুষিত অঞ্চল গুলির উন্নয়নের লক্ষ্যে একটি যুগান্তকারী উদ্যোগ। ১৫ জুন থেকে ৩০ জুন রাজ্যব্যাপী একটি সচেতনতা এবং সুবিধা সম্পৃক্ততা অভিযান পরিচালনা করতে চলেছে। যার নাম “ধরতি আবা জনভাগীদারি অভিযান”।
গ্রাম এবং জনবসতি পর্যায়ে আয়োজিত এই শিবিরগুলির মূল উদ্দেশ্য হলো সরকারের সকল কর্মসূচি পৌঁছে দেওয়ার এবং DAJGUA-এর উদ্দেশ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এই শিবির গুলিতে বিভিন্ন পরিষেবা ও সুবিধা দেওয়া হবে। এই অভিযানের লক্ষ্য হলো, বিভিন্ন নথিপত্র করে আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জনধন যোজনা সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা বেনিফিশিয়ারিদের জন্য ১০০ শতাংশ সুনিশ্চিত করা। তিনি আশা ব্যক্ত করে আর বলেন এই কর্মসূচির মাধ্যমে জনজাতি অংশের মানুষের অনেক উপকার হবে। কারণ প্রত্যন্ত এলাকায় তারা এখনো বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত নথিপত্রের জন্য। মন্ত্রী আরও জানান, বর্তমান সরকার জনজাতিদের উন্নয়নের জন্য বদ্ধপরিকর। আজকে সূচনা হওয়া এই কর্মসূচির মাধ্যমে তাদের অনেক বেশি উপকার হবে। সরকার চায় আগামী দিন যাতে জনগণের পাশে সরকার থাকতে পারে। সেই লক্ষ্যমাত্রা নিয়ে সরকার কাজ করছে বলে জানান তিনি। আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ দপ্তরের অধিকর্তা শুভাশিস দাস, পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডঃ বিশাল কুমার।