স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ জুন: আগের সরকার ভোট আসলেই ভোট চাইতে মানুষের কাছে যেত, কিন্তু ২০১৪ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার এক বছর পর মানুষের কাছে রিপোর্ট কার্ড নিয়ে গেছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার। কুলাই টাউন হলে দলীয় কর্মসূচিতে একথা বললেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।
এদিন ভারতীয় জনতা পার্টি আমবাসা মন্ডল কমিটির উদ্যোগ বিকশিত ভারত সংকল্প সভা অনুষ্ঠিত হয় কুলাই টাউন হলে। এ দিনের এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশের মুখ্য প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য, আমবাসা মন্ডল সভাপতি অজয় অধিকারী। প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে সভার উদ্বোধন করেন প্রতিমা ভৌমিক। বক্তব্য রাখতে গিয়ে প্রতিমা ভৌমিক বলেন, ২০১৪ সালে মোদি সরকার আসার পর উত্তর পূর্বাঞ্চলের চেহারার পরিবর্তন হয়েছে, এইমসের মতো হাসপাতাল তৈরি করা হয়েছে। সিপিএম সরকার শুধু দিতে হবে বলে স্লোগান দিত, কিন্তু নরেন্দ্র মোদি ব্রডগেজ উপহার দিয়েছে। বিরোধী দলগুলো পাঁচ বছরে একবার মানুষের সাথে জন সম্পর্ক করে ভোটের সময়, বিজেপি সব সময় মানুষের পাশে রয়েছে বলে জানান তিনি।