স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৪ জুন : রাস্তা সংস্কারে বাঁধা ঘিরে উত্তেজনা মাতাবাড়ি ব্লক এলাকায়। মাইদাবাড়ি মায়াপুরী যাওয়ার মূল সড়ক অবরোধ করে ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের দাবি এলাকার বিধায়ক অভিষেক দেবরায় এলাকাবাসীদের দীর্ঘদিনের একটি দাবি পূরণের লক্ষ্য নিয়ে দাতারাম মায়াপুরি থেকে গর্জি যাওয়ার একটি রাস্তা নির্মাণ করার জন্য উদ্যোগ নিয়েছিল।
তখনই রাস্তা করার সময় এলাকারই এক ব্যক্তি বাধা দেয়। রাস্তা নির্মাণের ইট নিয়ে যায় বলে অভিযোগ স্থানীয়দের। তা নিয়ে স্থানীয়রা রাস্তা অবরোধে বসে। দীর্ঘক্ষণ পর উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস এবং মাতারবাড়ি ব্লকের অন্যান্য আধিকারিকদের আশ্বাস পেয়ে রাস্তা অবরোধ মুক্ত হয়। স্থানীয় দীনেশ রিয়াং নামে এক ব্যক্তির বক্তব্য, তাদের দাবি অনুযায়ী অবিলম্বে যদি সমস্যার সমাধান না হয় তাহলে তারা আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। কারণ রাস্তাটি তাদের জন্য অত্যন্ত জরুরী। যাতায়াত পাড়া মতো উপযুক্ত নয় এই রাস্তা।