স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জুন : “১৮ তে ভুল আর নয় পদ্মফুল” স্লোগান তুলল কংগ্রেস। শুক্রবার ৬ আগরতলা কংগ্রেস মনোনীত প্রার্থী সুদীপ রায় বর্মন এই শ্লোগানকে সামনে রেখে কর্মীদের নিয়ে নিজ বিধানসভা কেন্দ্রে প্রচারের ঝড় তুললেন। আসন্ন উপনির্বাচনে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্র থেকে লড়তে চলেছেন কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন।
তিনি এদিন ভোট প্রচারে বের হয়ে মানুষের সাথে আলিঙ্গন করেন এবং করজোরে গণদেবতার রায় চান। বাড়ি বাড়ি থেকে মানুষ বের হয় ব্যাপক সমর্থন জানান এলাকার প্রাক্তন বিধায়ক তথা মনোনীত কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মনকে। তিনি এলাকায় দীর্ঘদিনের বিধায়ক ছিলেন। মিছিলে কর্মী সমর্থকরা কেন্দ্র এবং রাজ্য বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন। মিছিলে কর্মী-সমর্থকদের উপস্থিত ছিল বেশ লক্ষণীয়। তবে পাল্লা দিয়ে এলাকায় ঝড় প্রতিদিনই তুলছেন অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী। তবে শেষ হাসি কে হাসবে সেটা সময় বলবে। অপেক্ষা ২৬ জুন।