স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১২ জুন : বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি ভাঙচুরের ঘটনার প্রতিবাদ স্বরূপ বৃহস্পতিবার গোটা দেশজুড়ে ভারতীয় জনতা পার্টির বিক্ষোভ মিছিল সংগঠিত করার কথা ছিল। ব্যতিক্রম ছিল না রাজধানী আগরতলাও। কিন্তু আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার কারণে রাজধানী আগরতলায় বিক্ষোভ কর্মসূচি বাতিল করল বিজেপি-র ত্রিপুরা প্রদেশ কমিটি।
এমনটাই জানিয়েছেন বিজেপি-র ত্রিপুরা প্রদেশের সহ-সভাপতি অমিত রক্ষিত। তিনি আরো জানিয়েছেন এদিন দলের সমস্ত কর্মসূচি স্থগিত রাখা হয়েছে । তিনি আরো বলেন মহম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একেবারে পরিকল্পনা ভাবে ভারত বিরোধী বহু কিছু করছেন। সীমান্তেও অস্থির পরিবেশ তৈরি করার চেষ্টা চালিয়ে চলেছেন।