স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১২ জুন : শিক্ষক বদলির প্রতিবাদে সোনামুড়া-কাঠালিয়া সড়ক অবরোধ তারিনী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের। জানা যায় তারিনী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত চলছে চার জন শিক্ষক দিয়ে। তার মধ্যে সম্প্রতি আরও একজন শিক্ষককে অন্যত্র বদলির নির্দেশিকা এসেছে। এই বিষয়ে জানার পর বিদ্যালয়ের পড়ুয়া সহ অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়ে।
শিক্ষক বদলির প্রতিবাদে পড়ুয়ারা বাধ্য হয়ে সড়ক অবরোধে সামিল হয়। বিদ্যালয়ের পড়ুয়াদের দাবি তাদের বিদ্যালয় থেকে কোন পড়ুয়াকে অন্যত্র বদলি করা যাবে না। শিক্ষক সঙ্কটের কথা স্বীকার করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকও। তিনি জানান বিদ্যালয়টি চার জন শিক্ষক দিয়ে চলছে। তার থেকে এক জন শিক্ষককে ডেপুটেশনে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। তিনি আরও জানান বিদ্যালয়ের শিক্ষক সঙ্কট নিয়ে বিদ্যালয়ের এসএমসি কমিটির সদস্যরা একাধিকবার শিক্ষা দপ্তরের আধিকারিকদের সাথে আলোচনা করেছেন। কিন্তু তারপরও সমস্যার সমাধান হয় নি।