স্যন্দন ডিজিটাল ডেস্ক , আগরতলা, ১১ জুন : বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যায় জর্জরিত আমজনতা। বুধবার সোনামুড়া এবং বক্সনগরের দুই জায়গায় পথ অবরোধে শামিল ভুক্তভোগী সাধারণ মানুষ। এদিন সকাল থেকে বক্সনগর বিধানসভা কেন্দ্রের অধীন ফকিরাদোলা পঞ্চায়েতের টুক্কার চৌমুহনীর সোনামুড়া- বক্সনগর সড়কে সকাল থেকে শুরু হয় পথ অবরোধ। অন্য দিকে সোনামুড়া নগর পঞ্চায়েতের ধলিয়াই এলাকার সাধারণ মানুষ বিদ্যুৎ চপলতার কারণে পথ অবরোধে শামিল হয়।
এদিকে এলাকার এক মহিলা জানান গত দেড় মাস ধরে পানীয় জল এবং বিদ্যুতের সমস্যায় তারা ভুগছে। গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে মহকুমা শাসক ও অন্যান্য আধিকারিকদের অবগত করার পরও তারা কোন ব্যবস্থা গ্রহণ করছে না। ছেলেমেয়েদের পড়াশোনা পর্যন্ত লাটে উঠেছে। তাই তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছে বলে জানান। এদিকে নগর পঞ্চায়েতের এক পদাধিকারী জানান, এলাকার বিদ্যুতের লাইন দীর্ঘ পুরনো। নতুন করে সোনামুড়া নগর পঞ্চায়েত গঠন হওয়ার পর বিদ্যুৎ এবং পানীয় জলের চাহিদা মেটাতে কাজ চলছে। দীর্ঘক্ষণ আন্দোলন চলার পর অবশেষে আশ্বাস পেয়ে তারা পথ অবরোধ তুলে নেয়। রাস্তা অবরোধের ফলে ছাত্রছাত্রীদের কলেজে পৌঁছাতে দেরি হয়। এর মধ্যে দিয়ে আজকে ছিল তাদের পরীক্ষা। অথচ পরীক্ষা নিয়ে বড়সড় ঝামেলায় পড়ে ছাত্র ছাত্রীরা।