Saturday, June 14, 2025
বাড়িরাজ্যটি আর বি টি অফিসে বিক্ষোভ টেট পরীক্ষার্থীদের

টি আর বি টি অফিসে বিক্ষোভ টেট পরীক্ষার্থীদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক , আগরতলা, ১১ জুন : আবারো টি আর বি টি অফিস মুখী হল টেট পরীক্ষার্থীরা। মঙ্গলবার টেট টু-র পরীক্ষার্থীরা দিনভর আন্দোলন করেছে টিআরবিটি অফিস চত্বরে। বুধবার টেট ওয়ানের পরীক্ষার্থীরা আন্দোলনে শামিল হয় টিআরবিটি অফিস চত্বরে। তাদের বক্তব্য, গত ২৭ এপ্রিল টি আর বি টি পরিচালিত টেট পরীক্ষা সম্পন্ন হয়েছিল। সোমবার সেই পরীক্ষার ফাইনাল আনসার কি প্রকাশ করা হয়েছে।

তখন দেখা যায় অনেকগুলি প্রশ্নই হয়তো সিলেবাস বহির্ভূত নয়তো বা ভুল হওয়ার পরেও এগুলোর মধ্যে স্টার নম্বর দেওয়া হয়নি। এই বিষয়ে টি আর বি টি বোর্ডের চেয়ারম্যানের কাছে পরীক্ষার্থীদের দাবি ছিল ভুল প্রশ্নপত্রের কথা বিবেচনা করে স্টার প্রদান করা অর্থাৎ এই প্রশ্নপত্রের সম্পূর্ণ মার্কস প্রদান করার। কিন্তু ফাইনাল অনসার কি প্রকাশ হওয়ার পর দেখা যায় ভুল প্রশ্ন পত্র ও সিলেবাস বহির্ভূত প্রশ্নপত্রেও স্টার প্রদান করা হয়নি। ফলে বাধ্য হয়ে পরীক্ষার্থীরা টিআরবিটি বোর্ডের সামনে জমায়েত হয়। বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করার জন্য দাঁড়িয়ে থাকে। কিন্তু তাদের সঙ্গে দেখা করছেন না চেয়ারম্যান। এদিকে বেলা বাড়তেই ক্ষোভ বাড়ে চাকুরী প্রত্যাশীদের মধ্যে। তারা টিআরবিটি-র মূল ফটক বন্ধ করে আন্দোলন চালিয়ে যায়। শেষ পর্যন্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আন্দোলনকারীদের দাবি ভুল প্রশ্ন এবং সিলেবাস বহির্ভূত প্রশ্নের প্রাপ্য নম্বর তাদের দিতে হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য