স্যন্দন ডিজিটাল ডেস্ক , আগরতলা, ১১ জুন : বাইকের ধাক্কায় গুরুতর ভাবে জখম ছয় বছরের এক ক্ষুদে স্কুল পড়ুয়া। আহত স্কুল পড়ুয়ার নাম অমিত পাল। বাড়ি খোয়াই থানার অন্তর্গত জব্বরটিলা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সকালে অমিত পাল তার মায়ের সাথে খোয়াই আনন্দ মার্গ স্কুলে আসে।
স্কুল ছুটির পর তার মা বর্ষা দেববর্মার সাথে বাড়ি ফেরার পথে টোটো থেকে নেমে পায়ে হেটে বাড়িতে যাবার সময় অপর দিকে দ্রুত গতিতে আসা টিআর ০৬ ই ৫৯৭০ নাম্বারের একটি বাইক অমিত পাল এবং তার মা বর্ষা দেববর্মাকে ধাক্কা দেয় ফলে দেয়। অমিত পাল এবং তার মা বর্ষা দেববর্মা রাস্তার উপর ছিটকে পড়ে গুরতর আহত হয়। ঘটনাটি স্থানীয়দের নজরে আসলে সাথে সাথে অভিযুক্ত বাইক চালককে আটক করে। আহত অমিত পাল এবং তার মা বর্ষা দেববর্মাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়। অন্যদিকে জানা গেছে অভিযুক্ত বাইক চালকের নাম শুভম দেববর্মা। বয়স ২১। তার বাড়ি চাম্পাহাউর এলাকায়। বুধবার খুমুলুঙ কলেজ থেকে ফেরার পথে ঘটে এই বিপত্তি ঘটিয়েছে। অন্যদিকে এই ঘটনায় বাইক চালক শুভম দেববর্মা এবং তার সঙ্গে থাকা নাবালককে পুলিশ আটক করেছে। পুলিশ তাদের বিরুদ্ধে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।