স্যন্দন ডিজিটাল ডেস্ক , আগরতলা, ১১ জুন : ফের অবৈধ গরু বোঝাই গাড়ি সহ দুই পাচারকারী যুবককে আটক করলো পেচারথল থানার পুলিশ। এদিন গাড়িতে করে দশটি দেশী গরু যাওয়ার চেষ্টা করেছিল পাচারকারীরা। তখন পেঁচারথল থানার পুলিশের হাতে ধরা পড়ে দশটি গরু।
জানা যায় ধর্মনগর থেকে ফটিকরায়ের উদ্দেশ্যে যাওয়ার পথে পেঁচারথল থানার পুলিশ নাকা পয়েন্টে তল্লাশি চলাকালী সময় ধরা পড়ে TR 02 K-1934 নম্বরের গরু বোঝাই গাড়িটি। গাড়িটির কোন বৈধ নথিপত্র নেই এবং ওভারলোড নিয়ে যাওয়াতেই পুলিশ গাড়িটিকে আটক করে। গাড়িতে থাকা মোট দশটি গরু সহ চালক এবং সহ চালককে পুলিশ আটক করেছে। চালক শাহিন ইসলাম,সহচালক শামসুল ইসলাম। তাদের বাড়ি ফটিকরায় এলাকায়। এ মর্মে পেঁচারথল থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে ধর্মনগর গুরুক্ষনাথ গৌ-শালায় প্রেরণ করে।