স্যন্দন ডিজিটাল ডেস্ক , আগরতলা, ১১ জুন : ফের উত্তেজনা উদয়পুর। এবার শাসক দলের নেতা গ্রেফতারের প্রতিবাদে আর.কে পুর থানা ঘেরাও করেন দলীয় নেতা-কর্মীরা। জানা যায়, ইদের দিন রাজনগরের ঝামেলার মামলায় গ্রেফতার করা হয় বাগমা মণ্ডলের নেতা অজিত পোদ্দারকে।
ঘটনার বিবরণে জানা যায়,ইসলাম ধর্মাবলম্বীদের কোরবানি ঈদের দিন উদয়পুরের রাজনগরে ঘটে যায় এক অনভিপ্রেত ঘটনা। গো হত্যাকে কেন্দ্র করে এক বাড়িতে ভাংচুর করা হয়। এতে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরে যদিও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আর.কে পুর থানায় অজিত পোদ্দার সহ বেশ কয়েকজনের নামে মামলা রুজু হয়। আর.কে পুর থানার পুলিশ যথারীতি অজিত পোদ্দারকে আটক করে থানায় নিয়ে যায়। বুধবার অজিত পোদ্দারের নিঃশর্ত মুক্তির দাবিতে আর.কে পুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় এলাকার লোকজন। পরবর্তী সময় পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে অজিত পোদ্দারকে আদালতে নিয়ে যায়।