Sunday, September 8, 2024
বাড়িরাজ্যউপনির্বাচনের বৈতরণী পার হতে দুয়ারে দুয়ারে রাজনৈতিক দল

উপনির্বাচনের বৈতরণী পার হতে দুয়ারে দুয়ারে রাজনৈতিক দল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জুন : আগামী ২৩ জুন রাজ্যের চারটি আসনের উপ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে প্রচার ময়দানে ঝাপিয়েছে সমস্ত রাজনৈতিক দল। উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে সবকটি রাজনৈতিক দল মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে। বুধবার ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী রঘুনাথ সরকার কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারে বের হন।

রাজধানীর নেতাজী চৌমুহনী এলাকা থেকে একটি মিছিল সংগঠিত করা হয়। মনোনীত প্রার্থী রঘুনাথ সরকার জানান প্রচারে বের হয়ে ভাল সাড়া পাচ্ছেন। মানুষ যাতে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করুক নির্বাচন কমিশন। অপশাসন থেকে মুক্তি পেতে মানুষ মুখিয়ে আছে বলে জানান তিনি।  অন্যদিকে ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সংহিতা ব্যানার্জীকে নিয়ে বাড়ি বাড়ি প্রচার যান তৃণমূল কংগ্রেসের প্রদেশ সভাপতি সুবল ভৌমিক। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী নিয়ে টানা পোড়েনের পর ঘোষিত প্রার্থীকে সরিয়ে রাতাতারি অপর এক জনকে প্রার্থীকে করে তৃণমূল। আর সেই প্রার্থীকে নিয়েই এদিন প্রচার করেন তিনি। প্রার্থী সংহিতা ব্যানার্জী জানান প্রচারে নেমে মানুষের সাড়া পাচ্ছেন

। সবার আশীর্বাদ নিয়েই নির্বাচনে জয়ী হবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। পিছিয়ে নেই বিজেপি। মনোনয়নপত্র দাখিলের পর প্রচারে বের হয়েছেন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী ডাঃ মানিক সাহা। বুধবার তিনি ২০ নং ওয়ার্ডের শান্তিপাড়া এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন। এদিন প্রার্থীর সঙ্গে ছিলেন মন্ত্রী রাম প্রসাদ পাল, মেয়র দিপক মজুমদার, কর্পোরেটার রত্না দত্ত, মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ অন্যান্যরা। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উন্নয়ন মুখী কাজের একটি লিফলেট ভোটারদের হাতে তুলে দেন বিজেপি প্রার্থী ডাঃ মানিক সাহা।  তিনি জানান এদিন নিজ পাড়ায় বাড়ি বাড়ি প্রচার করছেন। সকলের সঙ্গে ফের একবার দেখা হচ্ছে। এই পাড়ার সন্তান হিসাবে এই এলাকা তাঁর পরিচিত। অন্যদিকে ক্লাব সম্পাদক ও সভাপতি থাকার ফলে সম্পর্ক সকলের সঙ্গে ভাল। বিপুল সাড়া মিলছে। বিজেপি প্রার্থীকে হিসাবে তাঁকে বিপুল ভোটে মানুষ জয় জুক্ত করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। প্রচারের ময়দানে ধীরে সুস্থে পা রাখছে বিরোধী দল গুলি। এই ক্ষেত্রে জয়ের হাসি কে হাসবে তা জানা যাবে আগামী ২৬ জন ভোট গননার দিনই। তবে নির্বাচনী কৌশলে অনেকটাই এগিয়ে বিজেপি তাই মত রাজনৈতিক অভিজ্ঞ মহলের।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য