স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১০ জুন : জেল পুলিশের নিয়োগ প্রক্রিয়া নিয়ে ক্রমশ অসন্তুষ্ট চাকুরী প্রত্যাশী বেকার মহল। তাদের অভিযোগ লিখিত পরীক্ষার জন্য দীর্ঘ চার বছর ধরে তাদের অপেক্ষায় বসে থাকতে হচ্ছে। কিন্তু নিয়োগ প্রক্রিয়া এগোচ্ছে না। এ বিষয়ে তাদের মধ্যে এক চাকুরী প্রত্যাশী জানান, ২০২২ সালে ২৫৯ জেল ওয়ার্ডারের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। তারপর সেই বছর ডিসেম্বর মাসে ফিজিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া পরীক্ষার্থীদের এখন পর্যন্ত লিখিত পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়নি।
কিন্তু বহুবার জেল পুলিশের পিজন অফিসে এসে ডেপুটেশন প্রদান করলেও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক কর্ণপাত করছেন না। শুধুমাত্র আশ্বাস দিয়ে চলেছেন। অবশেষে মঙ্গলবার আগরতলা জেল রোড স্থিত পিজন অফিসে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। কিন্তু কোনরকম সদুত্তর না পেয়ে শেষ পর্যন্ত ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের সামনে রাস্তা অবরোধ করতে বাধ্য হয় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পূর্ব আগরতলা থানার পুলিশ। পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।