স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৮ জুন : আর্ট সল্যুশনের র উদ্যোগে শেষ হলো ছয় দিন ব্যাপী চিত্র ও ভাস্কর্য বিষয়ক কর্মশালা। এই কর্মশালা শুরু হয়েছিল ৩ জুন থেকে। ললিত কলা একাডেমীর প্রেক্ষাগৃহে হয় এই কর্মশালা। গ্রীষ্মকালীন ছুটিকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছিল এই কর্মশালার।
ছোটদের দক্ষতা প্রকাশে মার্কস তৈরি, রুমালের উপর আঁকা ছবি এবং বড়দের জন্য ছিল ছাতা, টি শার্ট, জুটের ব্যাগ এর উপর রঙিন ছবি আঁকা। চিত্রকলার শিক্ষিকা তৃষা ঘোষ জানিয়েছেন আগামী দিনে ও এ ধরনের প্রতিযোগিতামূলক আয়োজন অব্যাহত থাকবে।