স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৮ জুন : রবিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে আইপিএফটি। দলের সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা জানিয়েছেন, গত ২৪ মে আইপিএফটি এর রাজ্য সম্মেলন হয়েছিল, এই সম্মেলনে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ৬৫ জন সদস্যদের নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়েছিল।
এই পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নিয়ে আগামী 15 জুন দুপুর বারোটায় আগরতলা প্রেসক্লাবে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে। এদিনকার এই সাংবাদিক সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটির সকল সদস্য সদস্যাকে ১৫ জুনের গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।