স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৬ জুন : মেলাঘর নেংটা দরগা সংলগ্ন সড়কে বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক যুবকের। মৃত যুবকের নাম আরিফ হোসেন ওরফে রানা। তার বাড়ি সোনামুড়া থানার অন্তর্গত কমলনগর কুঠিরমুড়া এলাকায়।
দমকল বাহিনীর এক কর্মী জানান মেলাঘর নেংটা দরগা সংলগ্ন সড়কে রাস্তার বাক নিতে গিয়ে বাইকটি দুর্ঘটনার কবলে পরে। ওনারা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় বাইক চালককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে যান। এইদিকে মেলাঘর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর আহত যুবককে মৃত বলে ঘোষণা করে দেন। ঘটনাকে কেন্দ্র করে শোঁকের ছায়া নেমে এসেছে সোনামুড়া থানার অন্তর্গত কমলনগর কুঠিরমুড়া এলাকায়।