স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৬ জুন : নির্বাচনের কাজে বড় ভূমিকা পালন করেন প্রত্যেক এলাকার বি এল ও এবং বি এল ও সুপারভাইজাররা। শুক্রবার আগরতলা প্রজ্ঞা ভবনে বি এল ও -দের নিয়ে এক প্রশিক্ষণ শিবির হয়। এদিন পশ্চিম ত্রিপুরা জেলার তিনটি মহকুমারে ৮৫ জন বি এল ও এবং বি এল ও সুপারভাইজারকে প্রশিক্ষণ দেওয়া হয়।
নির্বাচনী কাজকর্ম কিভাবে করতে হয় সে বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা নির্বাচন দপ্তরের এডিশনাল চিফ ইলেকশন অফিসার ঊষা জৈন মগ জানান, আজকে মোট ৮৫ জনকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তারা সকলে পশ্চিম ত্রিপুরা জেলার তিনটি মহকুমারের বিএলও এবং বিএলও সুপারভাইজার। দেশের নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে এক লক্ষ বি এল ও এবং বিএলও সুপারভাইজারকে প্রশিক্ষণ দেওয়ার। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে আজকের এই প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
আগামী কয়েক মাসে রাজ্যের বিভিন্ন মহকুমা এলাকার বি এল ও -দের প্রশিক্ষণ দেওয়া হবে। যাদের তাদের কাজকর্মের প্রতি আরো বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারে। ত্রিপুরা রাজ্যে ৩৩৫২ টি পুলিং স্টেশন রয়েছে। প্রশিক্ষণ নিয়ে আগামী দিন বিএলও এবং বিএলও সুপারভাইজাররা পুলিং স্টেশন গুলির মধ্যে দায়িত্ব পালন করবে বলে জানান তিনি।