Saturday, June 14, 2025
বাড়িরাজ্যএক বছর ধরে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায়, এক কোটি গাছ লাগাবো : মলয়...

এক বছর ধরে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায়, এক কোটি গাছ লাগাবো : মলয় পীট

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৫ জুন :  আজ বৃহস্পতিবার, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করা হয় ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ক্যাম্পাসে। Positive বার্তা এবং ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কলেজ কতৃপক্ষের পাশাপাশি এলাকার বহু মহিলা উদ্যোক্তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা অনুষ্ঠানটিকে আরও অর্থবহ করে তোলে।

এই বৃক্ষরোপণ কর্মসূচির মূল লক্ষ্য শুধুমাত্র গাছ লাগানো নয়, বরং পরিবেশ রক্ষার সঙ্গে মানুষের আন্তরিক সংযোগ স্থাপন করা। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হল বর্ষব্যাপী এক পরিবেশ রক্ষা প্রকল্পের —যার মূল উদ্দেশ্য, দেশের বিভিন্ন অঞ্চলে ঋতু ভিত্তিক ভাবে মোট এক কোটি গাছ রোপণ করা। এই উদ্যোগ একদিকে যেমন পরিবেশ সংরক্ষণে সাহায্য করবে, অন্যদিকে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও সুস্থ ভবিষ্যতের ভিত গড়ে তুলবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি মলয় পীট, অধ্যক্ষ প্রফেসর ডাঃ সঞ্জয় নাথ, ডিন প্রফেসর ডাঃ ভুপেশ শীল, প্রফেসর ডাঃ স্বপন সরকার, প্রফেসর ডাঃ তনুজা ভট্টাচার্য এবং প্রফেসর ডাঃ দীপক কুমার ডাহা সহ আর অনেকে। তাঁরা প্রত্যেকেই তাঁদের বক্তব্যে পরিবেশ রক্ষার গুরুত্ব এবং সমাজের প্রত্যেক স্তরের মানুষের সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তাঁরা বলেন, এই উদ্যোগ শুধু গাছ লাগানোর মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আমাদের সামাজিক দায়িত্ব পালনের এক বাস্তব প্রয়াস।

এইদিন বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল এই প্রকল্পে মহিলা উদ্যোক্তাদের ভূমিকা। তারা আগামী এক বছরের মধ্যে ত্রিপুরা রাজ্যে এক লক্ষ গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। কলেজ ক্যাম্পাসেই আজকের দিন থেকেই সেই কর্মসূচির সূচনা হয়। আগামী কয়েক দিনের মধ্যে কলেজের ছাত্রছাত্রী ও মহিলা উদ্যোক্তাদের যৌথ উদ্যোগে এলাকায় প্রায় তিন হাজার গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

এই কর্মসূচির মাধ্যমে পরিবেশবান্ধব চিন্তাধারা ও সামাজিক উদ্যোগের এক সফল মেলবন্ধন তৈরি হয়েছে। গাছ রোপণ শুধুমাত্র একটি প্রতীকী কাজ নয়, বরং এটি আমাদের সচেতনতা, দায়িত্ববোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি ভালোবাসার প্রকাশ। এটি একটি সামাজিক আন্দোলন, যা প্রকৃতিকে আপন করে নেওয়ার মাধ্যমে আমাদের জীবনযাত্রার ধরন পরিবর্তনের আহ্বান জানায়।

পজেটিভ বার্তার প্রতিষ্ঠাতা তথা মেডিকেল কলেজের সভাপতি মলয় পীট জানান, “আজ আমরা বর্ষব্যাপী কর্মসূচীর সূচনা করলাম। আগামী এক বছর ধরে আমরা সারা দেশে, বিশেষ করে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায়, এক কোটি গাছ লাগাবো। আমরা ঋতু ভিত্তিক বৃক্ষ রোপণ করবো, যাতে করে তারা সঠিক পরিবেশে বেড়ে উঠতে পারে। এই সব গাছের ছায়া ও অক্সিজেন আমাদের সকলের প্রয়োজন। পৃথিবীকে সুস্থ রাখতে খুবই প্রয়োজন। আসুন, আমরা সকলে মিলে একটি সবুজ পৃথিবীর স্বপ্ন দেখি এবং বাস্তবায়নের পথে একসঙ্গে এগিয়ে যাই।”

তিনি আরো বলেন, “মহিলা উদ্যোক্তারা যে ভাবে ত্রিপুরায় কাজ করছেন এবং তারা পরিবেশ বাঁচানোর কাজে নিয়োজিত করেছেন তা বাকী সকলের কাছে অনুসরনীয়। আমার স্থির বিশ্বাস তাদের অংশগ্রহণে এলাকায় গাছ লাগানো ও তাদের বড় করে তোলা অনেক সুন্দর ভাবে এগোবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য