স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৪ জুন : মেলাঘর লাল মিয়া চৌমুহনী এলাকায় স্বামীর লাঠির আঘাতে মৃত্যু স্ত্রীর। মৃতার নাম মিষ্টি বেগম। অভিযুক্ত স্বামী সুমন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেলাঘর লাল মিয়া চৌমুহনী এলাকার বাসিন্দা সুমন মিয়া। পেশায় সে একজন গাড়ি চালক। সুমন মিয়ার স্ত্রীর নাম মিষ্টি বেগম। মঙ্গলবার রাতে সুমন মিয়া বাড়িতে যাওয়ার পর স্ত্রীর সাথে রাতের খাবার খেতে বসে।
সেই সময় স্বামী-স্ত্রীর মধ্যে কোন একটি বিষয় নিয়ে ঝামেলার সুত্রপাত হয়। একটা সময় স্বামী সুমন মিয়া উত্তেজিত হয়ে লাঠি দিয়ে স্ত্রীকে এলোপাথাড়ি মারতে থাকে। এতে মাটিতে লুটিয়ে পরে মিষ্টি বেগম। মিষ্টি বেগমের চিৎকার শুনে ছুটে আসে প্রতিবেশী তাদের নিকট আত্বিয়। তারা মিষ্টি বেগমকে আহত অবস্থায় পেয়ে মাথায় জল দেয়। তারপর মিষ্টি বেগমকে তারা মেলাঘর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যুর কোলে ঢলে পরে মিষ্টি বেগম। এইদিকে ঘটনার খবর পেয়ে মেলাঘর হাসপাতালে ছুটে যায় মেলাঘর থানার পুলিশ। পুলিশ অভিযুক্ত স্বামী সুমন মিয়াকে গ্রেপ্তার করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। মেলাঘর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।