স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৪ জুন : বুধবার সি আই টি ইউ রাজ্য কার্যালয়ে ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের ৩২ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অমল চক্রবর্তী। তিনি দলীয় পতাকা উত্তোলন করেন। তিনি বলেন, রাজ্যে আইনশৃঙ্খলার তলানিতে গিয়ে পৌঁছেছে। অটোর পারমিট নিতে গেলে বিজেপি নেতাদের ঘুষ দিতে হয়। এবং লাইসেন্স রেনু করা যাচ্ছে না। গত সাত বছরে বহু অটো শ্রমিকের গাড়ি জ্বালিয়ে দিয়েছে এই দুষ্কৃতীরা। রাজ্যের আইনশৃঙ্খলা একপ্রকারের তলানিতে এসে পৌঁছেছে। এর বিরুদ্ধে কেউ কথা বলতে পারছে না। বিশেষ করে বর্তমান সরকার ন্যায় সংহিতা আইন এনে পরিবহন শ্রমিকদের গলায় ফাঁসি ঝুলিয়ে দিয়েছে সরকার। ফলে শ্রমিকরা গাড়ি চালাতে ভয় পায়। সবচেয়ে উদ্বেগ জনক বিষয় হলো দুর্ঘটনার পর শ্রমিকদের পিটিয়ে হত্যা করে ফেলছে। তিনি আরো দাবি করেন, সি আই টি ইউ গরিবের সংগঠন।
সংগঠনের যেসব নেতৃত্ব বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য বেশি কিছু করতে পারবেন না। এবং সি আই টি ইউর বড় কোন ফান্ড নেই। বি এম এস -এর মতো মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করে না সিআইটিইউ। শ্রমিকরা যে অর্থ সহযোগিতা করে তাতেই সংগঠন চলে এবং বিভিন্নভাবে শ্রমিকদের ফিরিয়ে দিয়ে সহযোগিতা করা হয়। তিনি আরো বলেন, আগামী দিন রাজ্যে নৈরাজ্যের পরিবেশের বিরুদ্ধে লড়াই করবে সি আই টি ইউ। পাশাপাশি শ্রমিকদের মধ্যে যারা অসুস্থ এবং যারা দুঃস্থ তাদের পাশে দাঁড়াবে বলে জানান তিনি। আরো বলেন, আজকের সম্মেলন থেকে শপথ নেওয়া হয়েছে আগামী দিন রাজ্যে বিগত দিনের নারী, শ্রমিক, বেকারদের অধিকার ফিরিয়ে আনার। এবং বিশেষ করে রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা হবে বলে জানান তিনি। পাশাপাশি এদিন এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সংগঠনের সদস্যরা এই রক্তদান শিবিরে এগিয়ে এসেছেন। পরবর্তী সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবহন শ্রমিকদের হাতে ত্রান সামগ্রী তুলে দেওয়া হয়।