স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৪ জুন :বিলোনিয়া থেকে গাড়ি কেনার জন্য যাওয়ার সময় আগরতলা আর এম এস চৌমুহনী এলাকায় অসুস্থ হয়ে পড়েন সমীর বৈদ্য নামে এক ব্যক্তি। তিনি পেশায় একজন গাড়ি চালক। তার বাড়ি বিলোনিয়ায়। তার কাছে ছিল এক লক্ষ ৪৪ হাজার টাকা। পরবর্তী সময়ে সেই টাকার ব্যাগ পান সমীর মজুমদার নামে বিলোনিয়া আর্য কোলনি এলাকার এক ব্যক্তি।
তিনি সেই টাকার ব্যাগ নিয়ে পশ্চিম আগরতলা থানায় যান। পুলিশের কাছে তুলে দেন টাকার ব্যাগ। তারপর পুলিশ জানতে পারে টাকাগুলি সমীর বৈদ্য নামে এক ব্যক্তির। খবর দেওয়া হয় সমীর বৈদ্যের পরিবারকে। বুধবার সমীর বৈদ্যের পরিবার পশ্চিম আগরতলা থানায় এসে সমস্ত প্রমাণপত্র দিয়ে টাকাগুলি নিয়ে যান। সমীর বৈদ্যের পরিবার সমীর মজুমদারের সততা ও নিষ্ঠার প্রশংসা করেন।

