স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৪ জুন : ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস। ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের পক্ষ থেকে বুধবার আগরতলা সুকান্ত একাডেমিতে এক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় তিনটি বিভাগ থেকে মোট ২০ শতাধিক কচিকাঁচারা অংশ নেন।
উদ্যোক্তারা জানান বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ বছরে মূলত উদ্দেশ্য প্লাস্টিক মুক্ত করা। কচিকাঁচাদের মধ্যে এই অঙ্কন প্রতিযোগিতায় ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে এদিন।

