স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩ জুন :ডাবল ইঞ্জিন সরকারের আমলে আবারও সংবাদ শিরোনামে দুর্নীতি। এক মাসের মধ্যে রাস্তা ভেঙে চুরমার। নীরব পূর্ত দপ্তর। ক্ষোভ মার্চেন্ট এসোসিয়েশনের। অভিযোগ, গত একমাস আগে কৈলাসহরের পানিচৌকি বাজার থেকে গোবিন্দপুর পর্যন্ত রাস্তার সংস্কার হয়। অথচ সদ্য নির্মিত রাস্তা মাত্র এক মাসেই বেহাল হয়ে পড়েছে। রাস্তার পিচ উঠে গিয়ে খানাখন্দে পরিণত হয়েছে। জানা যায় ২৪ লক্ষ টাকা দিয়ে টেন্ডার হয়েছিল রাস্তা সংস্কারের।
ঠিকাদার এই কাজে নিম্নমানের সামগ্রিক কাজে লাগিয়ে বড়সড়ো দুর্নীতি করেছেন। শহরের প্রাণকেন্দ্রে এমন দুর্নীতির নজির প্রশাসনিক ব্যর্থতার জ্বলন্ত প্রমাণ বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। কৈলাসহর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান, পুর পরিষদের চেয়ারপার্সনকে এই বিষয়ে জানানো হয়েছে । তবে এখনো পর্যন্ত দপ্তর বা ঠিকাদারের কেউ এখানে আসেননি রাস্তাটি পরিদর্শন করার জন্য। তারা আরো অভিযোগ তুলে বললেন, কাজ শুরু হওয়ার পর কোন ইঞ্জিনিয়ার পূর্ত দপ্তর থেকে এসে কাজটি পরিদর্শন করেননি। মর্জি মাফিক কাজ হয়েছে। যার কারণে এত বড় দুর্নীতি বলে মনে করছেন তারা। স্থানীয়দের আরো প্রশ্ন, যদি শহরের মধ্যে এভাবে কাজ হয়, তবে গ্রামে কী হচ্ছে? পূর্ত দপ্তরের এই নীরবতা ঘিরে দুর্নীতির অভিযোগ আরও জোরালো হয়েছে। জনসাধারণ এখন জানতে চাইছে—এই ভাঙা রাস্তার দায় কার? এত ব্যস্ততম রাস্তায় এত নিম্নমানের কাজ পথ চলতি মানুষ কেউই মেনে নিতে পারছে না। দুর্নীতি মুক্ত, স্বচ্ছ ভাবমূর্তি শুধুমাত্র মন্ত্রী মিনিস্টারদের মুখে মুখে। বাস্তবে কি হাল সেটা জনগণ ছাড়া আর কেউই ভালো বলতে পারে না। এরই উদাহরণ এই খবর।