Friday, April 19, 2024
বাড়িরাজ্যঅনুমতি না পেয়ে থানা ঘেরাও করল সিপিআইএম

অনুমতি না পেয়ে থানা ঘেরাও করল সিপিআইএম

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জুন : বিক্ষোভ মিছিল এবং সভার অনুমতি দিয়েও অনুমতি প্রত্যাহার করল পুলিশ। পরে ক্ষুব্ধ কয়েক শতাধিক সি.পি.আই.এম কর্মী মধুপুর থানা ঘেরাও করে শনিবার। জানা যায়, গত ২ জুন মধুপুর থানা থেকে মধুপুর সিপিআইএম অঞ্চল কমিটির পক্ষ থেকে অনুমতি নেয় ৪ জুন দুপুর তিনটা থেকে পাঁচটা পর্যন্ত সভা করার জন্য। পরবর্তী সময়ে প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয় সেই সময়ে আর একটি রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে। তাই সকালবেলা করতে হবে সভা।

 কিন্তু এদিকে অনুমতি নিয়ে সিপিএম কর্মীরা প্রস্তুতি সেরে নেয়। আচমকা কয়েক ঘণ্টা আগে মধুপুর থানা থেকে জানিয়ে দেওয়া হয় সি.পি.আই.এম কর্মসূচি করতে পারবে না। এতে কর্মীরা ক্ষোভ প্রকাশ করে। উপস্থিত সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সিদ্দিকুর রহমান জানান, গত ৫১ মাসে রাজ্যের গণতন্ত্রকে পদদলিত করে চলেছে। কাজ নেই খাদ্য নেই। কিন্তু মানুষকে কথা বলতে যাওয়া হচ্ছে না। বাক স্বাধীনতা চার বছরে হারিয়ে ফেলেছে রাজ্যের মানুষ। এদিন নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্য প্রত্যাহারের দাবিতে সভা মিছিল সংঘটিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু অনুমতি দিয়েও প্রত্যাহার করেনি পুলিশ। তাই কাজ, খাদ্যের দাবিতে আগামী দিন রাস্তায় নামবে রাজ্যের মানুষ। আটকে রাখতে পারবে না থানাবাবুরা। তখন মানুষকে দায়ী করতে পারবে না পুলিশ। এর জন্য দায়ী থাকবে পুলিশ। এবং আগামী কর্মসূচি পুলিশের কাছ থেকে অনুমতি না পাওয়া গেল করা হবে। সেটা মধুপুর থানার পুলিশকে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি আরো বলেন, দেশ এবং রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকারি জনবিরোধী নীতির বিরুদ্ধে সিপিআইএমের কর্মসূচি আগামী দিনে অব্যাহত থাকবে বলে জানান তিনি। এদিন আরো উপস্থিত ছিলেন কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নারায়ণ চৌধুরী। তিনিও সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। এদিন কয়েক শতাধিক কর্মী সমর্থক দীর্ঘক্ষন থানা ঘেরাও করে রাখে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য