Thursday, April 18, 2024
বাড়িরাজ্যমনোনয়ন পত্র দাখিল করে মথার তীব্র সমালোচনা

মনোনয়ন পত্র দাখিল করে মথার তীব্র সমালোচনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জুন : প্রথমবারের মতো বিধানসভা নির্বাচন লড়তে চলেছে তিপ্রা মথা। শনিবার ৪৬ নং সুরমা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী ঘোষনা দিয়ে মনোনয়ন জমা দিলো তিপ্রা মথার মনোনীত প্রার্থী বাবুরাম সৎনামি। প্রার্থী বাবুরাম ১০,৩২৩ -এর চাকুরিচ্যুত এক শিক্ষক। শনিবার দুপুরে বেশ জাঁকজমকভাবে ধলাই ব্রিজ থেকে মিছিল সংগঠিত করে মনোনয়ন পত্র দাখিল করতে যায়।

 মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন এম ডি সি রবীন্দ্র দেব্বর্মা, কুমার হালাম সহ অন্যান্য নেতৃত্ব। তিপ্রামথা প্রার্থী বাবুরাম সৎনামি কমলপুর মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার অভিজিৎ চক্রবর্তীর হাতে মনোনয়ন তুলে দেন। এম ডি সি রবীন্দ্র দেব্বর্মা জানান, মানুষ ২০১৮ সালে যেভাবে সরকার পরিবর্তন করার জন্য চলো পাল্টাই স্লোগান তুলেছিল, সেভাবে এখন বলছে চলো উল্টাই। মানুষ পরিবর্তন চায়। কারণ এটা প্রতিশ্রুতি ভঙ্গকারী সরকার। সরকার দুই হাজার টাকা সামাজিক ভাতা, ৩৪০ টাকা রেগা মজুরি, বছরে ৫০ হাজার চাকুরী সহ বহু প্রতিশ্রুতি দিয়ে সরকারে প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু কোন প্রতিশ্রুতি পালন করে নি সরকার। মানুষ বুঝতে পারছে এটা জনকল্যাণমুখী সরকার নয়। শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থার সবকিছু ভেঙে পড়েছে। কাজ এবং খাদ্যের অভাব দেখা দিয়েছে গ্রাম পাহাড়ে। রেগা কাজের নামে কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে। তাই মানুষ এগুলি থেকে মুক্তি চাইছে বলে জানান তিনি। আরো বলেন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ২০১৮ সালে ৯ মার্চ শপথ গ্রহণ করেছিল। সরকার গঠনের আগে তৎকালীন বিজেপি’র রাজ্য প্রভারী সুনীল দেওধর বলেছিলেন মিসকল দিলে চাকরি হবে রাজ্যের যুবক-যুবতীদের, আর সরকার গঠনের পর তিনিই ১০ মার্চ থেকে সুইচ অফ করে রেখেছেন। তাই আসন্ন উপনির্বাচনে কর্মসংস্থানের প্রতিশ্রুতি সামনে রাখা হচ্ছে বলে জানান নেতৃবৃন্দ। এদিন মিছিলে ছিল শতাধিক কর্মী সমর্থক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য