Friday, June 20, 2025
বাড়িরাজ্যপানীয় জলে ভেজাল, অভিযানে নামলো প্রশাসন

পানীয় জলে ভেজাল, অভিযানে নামলো প্রশাসন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩ জুন : পানীয় জলে ভেজাল। অভিযানে নামলো প্রশাসন। মঙ্গলবার পানিসাগর থানাধীন পশ্চিম পানিসাগর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ড স্থিত ক্লিয়ার স্ট্রিম ওয়াটার নামক একটি প্যাকেজিং ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে আচমকাই অভিযান চালায় উওর জেলা স্বাস্থ্য আধিকারিক ও পানিসাগর মহকুমা খাদ্য সুরক্ষা দপ্তরের কর্মীরা। উপস্থিত ছিলেন নর্থ ডিস্ট্রিক্ট ফুড সেইপ্টি অফিসার ডঃ কিঙ্কর দেববর্মা, জেলা স্বাস্থ্য আধিকারিক ডঃ রাহুল পুরকায়স্থ, পানিসাগর মহকুমা প্রশাসনের খাদ্য দপ্তরের ফুড ইন্সপেক্টর গৌতম ভট্টাচার্যী, পানিসাগর মহকুমা প্রশাসনের রেভিনিউ ইন্সপেক্টর অজয় দেবনাথ।

জানা যায়, উওর জেলরা বিভিন্ন স্থানে গজিয়ে উঠা প্যাকেজিং মিনালের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট গুলো সংশ্লিষ্ট দপ্তরের প্রটোকলকে মান্যতা দিয়ে চলছে। স্বাস্থ্য সম্মত প্যাকেজিং ওয়াটার সরবরাহ করতে উওর জেলা স্বাস্থ্য আধিকারিকের খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে এই ধরনের ঝটিকা অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে। উওর জেলার ধর্মনগর, পানিসাগর সহ প্রত্যন্ত এলাকা গুলোতে চলছে এই ধরনের অভিযান। অভিযান কারি দলটি পশ্চিম পানিসাগর স্থিত ক্লিয়ার স্ট্রিম ওয়াটার প্যাকেজিং ওয়াটার প্যান্টটির বৈধ নতিপএ সহ পারিপার্শ্বিক বিষয় গুলো ক্ষতিয়ে দেখেন। অভিযান শেষে প্রতিনিধি দল জানান ক্লিয়ার স্ট্রিম ওয়াটার প্ল্যান্ট টির কিছু বৈধ নতিপএ পাওয়া গেলেও সংশ্লিষ্ট দপ্তরের প্রটোকল অনুযায়ী টেস্টিং ল্যাব সহ বিভিন্ন ধরনের প্রতিকুল প্রতিবন্ধকতা থাকায় প্ল্যান্ট কর্ণধার অশোক দাসকে প্রথম বারের মতো সতর্ক করা সহ উৎপাদন কৃত প্যাকেজিং জলের জার গুলোকে আপাতত বাজারজাত করার উপর নিষেধাজ্ঞা আরোপ করেন।

 পাশাপাশি খুব শীঘ্রই সংশ্লিষ্ট দপ্তরের স্মরনাপন্ন হয়ে প্যাকেজিং ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিচালনার ক্ষেএে নির্ধারিত নতিপএ তৈরি করতে পরামর্শ প্রদান করেন অভিযানকারি দলটি। পরবর্তী সময় অভিযানকারী দলটি পানিসাগর বাজারে এসে বেশ কয়েকটি প্যাকেজিং ওয়াটার সরবরাহকারী প্রতিষ্ঠানে হানা দিয়ে জলের প্লাস্টিকের জার গুলোর গুনগত মান খতিয়ে দেখেন। পাশাপাশি সকল জল সরবরাহ কারি খুচরো বিক্রেতাগনকে উওর জেলা স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ে গিয়ে খাদ্য সুরক্ষা দপ্তরের সাথে যোগাযোগ করে অনতিবিলম্বে প্রত্যেককে ফেসাই লাইসেন্স সহ রেজিষ্ট্রেশন করিয়ে নাম নতিভুক্ত করতে নির্ধেশিকা জারি করা হয়। অভিযান কালে প্রতিটি প্যাকেজিং জল বিক্রয়কারি খুচরো বিক্রেতাগনের ক্ষেএে প্যাকেজিং জল বিক্রয়ের ক্ষেএে বিভিন্ন ধরনের গাফিলতির চিএ পরিলক্ষিত হয়। যার দরুন প্রতিদিন খুচরো বিক্রেতাগনের বিরুদ্ধে নির্ধারিত মেয়াদ সম্পন্ন জল বিক্রি সহ জলে প্লাস্টিকের জার গুলোর গুনগত মান যাচাই করে জল বিক্রির নির্দেশ জারি করা হয়। অন্যথায় পরবর্তী সময়ে পুনরায় এই ধরনের গাফিলতির কারনে জরিমানা সহ প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়ে দেওয়া হয়। অভিযানকারী দলটি জানান এখন থেকে গতানুগতিক ভাবে এই ধরনের অভিযান চালিয়ে যাওয়া হবে। যাতে করে অসাধু জল কারবারিরা প্যাকেজিং মিনারেল ওয়াটার বিক্রির নামে সাধারণ জনগনকে ঠকাতে না পারে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য