স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩ জুন : ত্রিকালদর্শী মহাযোগী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান দিবস মঙ্গলবার।
১২৯৭ বঙ্গাব্দের এই দিনে তিনি বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদীতে দেহত্যাগ করেন তিনি। এই দিবস উপলক্ষে আগরতলা লোকনাথ মন্দিরে মঙ্গলবার দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে লোকনাথ বাবার তিরোধান উৎসব পালিত হবে। সকাল থেকে উপস্থিত ছিল ভক্তরা। তারা দূরদূরান্ত থেকে এদিন মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়। পূজা শেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়।