স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ মে : আর কে নগর ভেটেনারি হাসপাতাল পরিদর্শনে গেলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এই হাসপাতাল থেকে মানুষ সঠিকভাবে সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছে কিনা সেটা খতিয়ে দেখেন তিনি। মন্ত্রী সুধাংশু দাস এদিন পরিদর্শনে গিয়ে হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সাথে কথা বলেন। এবং মানুষ সঠিকভাবে পরিষেবা মিলছে কিনা খবর নেন।
মন্ত্রী সুধাংশু দাস জানান, আজকের পরিদর্শনের মূল উদ্দেশ্য হলো মানুষ যাতে সঠিকভাবে পরিষেবা পায় এই হাসপাতাল থেকে। বিশেষ করে যেসব সমস্যাগুলি উঠে এসেছে সেগুলো যাতে আগামী দিন সংশোধন করে মানুষকে আরো বেশি পরিষেবা দেওয়া যায়, সেগুলি নিয়ে আলোচনা হয়। এবং হাসপাতালের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে অত্র এলাকার মধ্যে যারা পশু পালনের সাথে জড়িত তাদের সঠিক পরিষেবা দেওয়া যায় সেদিকে গুরুত্ব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।