নয়াদিল্লি, ৩ জুন(হি.স) : কুতুব মিনার কমপ্লেক্সে মসজিদে নমাজ পড়া বন্ধ করতে দিল্লি হাইকোর্টে মামলা পৌঁছল। হাইকোর্ট এই আবেদনের দ্রুত শুনানি করতে অস্বীকার করেছে।
শুক্রবার এক আইনজীবী হাইকোর্টে বলেন, কুতুব মিনারে দীর্ঘদিন ধরে নমাজ পড়া হচ্ছে। তা সত্ত্বেও, ১৫ মে আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া(এএসআই) এখানে নিষিদ্ধ ঘোষণা করে। আইনজীবী এই আবেদনের দ্রুত শুনানির দাবি করলেও হাইকোর্ট তাৎক্ষণিক শুনানি করতে অস্বীকার করেন। আদালত বলেছে, বিষয়টি দ্রুত শুনানির জন্য রেজিস্ট্রারের সামনে রাখতে হবে।
প্রসঙ্গত, দিল্লির সাকেত আদালত কুতুব মিনার কমপ্লেক্সে নমাজ পড়ার অনুমতি চেয়ে একটি আবেদনের উপর তার রায় স্থগিত রেখেছে। আগামী ৯ জুন সাকেত আদালতের রায় ঘোষণার কথা রয়েছে।